আওয়ামী লীগ শিক্ষা বান্ধব সরকার -পরিবেশ মন্ত্রী

11

বড়লেখা থেকে সংবাদদাতা :
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি বলেছেন আওয়ামীলীগ সরকার হচ্ছে শিক্ষা বান্ধব সরকার, বর্তমানে প্রতিটি স্কুলর ভবন আগের দিনের কলেজের চাইতে ও এখনকার ভবন গুলো ভালো ও উন্নত। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মন্ত্রনালয়ের অর্থায়নে ১ কোটি ১১ লক্ষ ৪৬ হাজার ৫৭০ টাকা ব্যয়ে
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইই ডি) মৌলভীবাজার তত্বাবধানে দ্বিতীয় ভবনের উদ্বোধন অনুষ্ঠানে
মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন ১২ ফেব্রুয়ারী দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঁঠাল তলী উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় তলা একাডেমিক ভবনের আনুভূমিক উর্দ্ধমুখী সম্পসারিত ভবনের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
কাঠাল তলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পষদের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিরাজ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্টানে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন, বড়লেখা পৌর মেয়র আবু ইমাম মোঃ কামরান চৌধুরী, বড়লেখা থানার অফিস ইনচার্জ ইয়ারদৌস হাসান মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মৌলভীবাজারের প্রকৌশলী আফজল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদর আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, ঠিকাদার ও উপজেলা তাঁতি লীগের আহবাক মহিউদ্দিন আহমদ গুলজার, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ সহ অনেকে বক্তব্য রাখেন।