সালমা আক্তার চাঁদনী

7

অরণ্য :

দিগন্তের এপাড় ওপাড় করছি আমি মনে,
ভুলতে পারিনা পাহাড় ঘেরা বন্য প্রাণী জনে।

নিশ্বাসে আছে বেঁচে গাছগাছালির জন্য,
সব কিছুই ধ্বংস করে করছে এখন পন্য।

সৌন্দর্যের আভরণে ছিলো অরণ্যে আচ্ছাদিত বন,
কাটছে মানুষ গাছগাছালি প্রচুর প্রতিক্ষণ।

মন কাঁদে ফিরে যেতে সেই জঙ্গল ঘেরা বনে,
যেখানে গিয়ে প্রাণ ভরে নিশ্বাস নিয়ে শান্তি পেতাম মনে।

ধ্বংস হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে ধ্বংস বন্য,
দিনে দিনে হারিয়েছি জঙ্গল ঘেরা অরণ্য।।।