সাইক্লোনের আলোচনা সভায় বক্তারা ॥ দেওয়ান আজরফ ছিলেন একজন মানবতাবাদী দার্শনিক

16
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে দার্শনিক জাতীয় অধ্যাপক ভাষাসৈনিক দেওয়ান মোহাম্মদ আজরফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখছেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য সৈয়দ সুজাত আলী।

দেওয়ান আজরফ ছিলেন একজন মানবতাবাদী দার্শনিক। সত্য প্রকাশে, সত্যের পক্ষাবলম্বনে তিনি ছিলেন আপসহীন। জমিদারনন্দন হয়েও তার জীবনযাপন ছিলো সাধারণ মানুষের মতো।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে দার্শনিক জাতীয় অধ্যাপক ভাষাসৈনিক দেওয়ান মোহাম্মদ আজরফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় বক্তারা এ কথা বলেন। সাইক্লোনের সাধারণ সম্পাদক ছড়াকার এডভোকেট আবদুস সাদেক লিপনের সভাপতিত্বে গত সোমবার অনুষ্ঠিত ২২৪তম সাহিত্য আসরে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য সৈয়দ সুজাত আলী, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ আজিজুর রহমান সুন্দর।
সাইক্লোনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদের সঞ্চালনায় সিলেট এক্সপ্রেস মিলনায়তনে অনুষ্ঠিত আসরে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আশরাফ হোসেন (জামান), ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, সাংবাদিক আবদুল বাতিন ফয়সল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছয়ফুল আলম পারুল, ছড়াকার জুবের আহমদ সার্জন, দেওয়ান গাজী আব্দুল কুদ্দুছ শমশাদ, কামাল আহমদ, ছড়াকার মাজহারুল ইসলাম মেনন প্রমুখ। বিজ্ঞপ্তি