কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র

4

স্পোর্টস ডেস্ক :
আগামী ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত হবে ফিফা বিশ্বকাপ। এরই মধ্যে ৩২ দলের মধ্যে ২৯ দল কাতারের টিকিট পেয়ে গেছে। শুক্রবার রাতে শুরু হয়ে গেল গ্রুপ পর্বের ড্র। দোহায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এটি।
পাত্র-৪
* আর্জেন্টিনা, মেক্সিকো ও পোল্যান্ডের সঙ্গে ‘সি’ গ্রুপে সৌদি আরব।
* কাতার, সেনেগাল ও নেদারল্যান্ডসের সঙ্গে ‘এ’ গ্রুপে ইকুয়েডর।
* পেরু অথবা অস্ট্রেলিয়া/আমিরাত ‘ডি’ গ্রুপে।
এখন পর্যন্ত বিশ্বকাপ গ্রুপ
গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল,
গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান,
গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোলান্ড
গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিশিয়া,
গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান
গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো
গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া
গ্রুপ এইচ: পর্তুগাল, উরুগুয়ে, সাউথ কোরিয়া,
পাত্র-৩
* পর্তুগাল ও উরুগুয়ের সঙ্গে ‘এইচ’ গ্রুপে দক্ষিণ কোরিয়া।
* ‘এফ’ গ্রুপে বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার সঙ্গী মরক্কো।
* স্পেন ও জার্মানির সঙ্গে ‘ই’ গ্রুপে জাপান।
* ফ্রান্স ও ডেনমার্কের সঙ্গে ‘ডি’ গ্রুপে তিউনিসিয়া।
* সার্বিয়াকে ব্রাজিল ও সুইজারল্যান্ডের সঙ্গে ‘জি’ গ্রুপে রাখা হয়েছে।
* ‘সি’ গ্রুপে আর্জেন্টিনা ও মেক্সিকোর সঙ্গে পোল্যান্ড।
* ‘এ’ গ্রুপে কাতার ও নেদারল্যান্ডসের সঙ্গী সেনেগাল।
* নাম উঠেছে ইরানের। কিন্তু একই ফেডারেশনের হওয়ায় ‘এ’ গ্রুপে কাতারের সঙ্গী হতে পারছে না তারা। পারস্যের দলটি ‘বি’ গ্রুপে ইংল্যান্ডের সঙ্গে জায়গা করে নিয়েছে।
এখন পর্যন্ত বিশ্বকাপ গ্রুপ
গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস,
গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র,
গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো
গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক,
গ্রুপ ই: স্পেন, জার্মানি,
গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া,
গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড,
গ্রুপ এইচ: পর্তুগাল, উরুগুয়ে
পাত্র-২ এর ড্র শেষ
* পাত্র-২ এর অন্য দল সুইজারল্যান্ড ‘জি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে।
* নাম উঠেছে উরুগুয়ের। কিন্তু একই কনফেডারেশনের হওয়ায় ‘জি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে রাখা হয়নি তাদের। ‘এইচ’ গ্রুপে পর্তুগালের সঙ্গী তারা।
* ‘এফ’ গ্রুপে বেলজিয়ামের সঙ্গে ক্রোয়েশিয়া, ২০১৮ সালের আসরের দুই সেমিফাইনালিস্ট একসঙ্গে।
* ‘ই’ গ্রুপে জার্মানি পড়েছে স্পেনের সঙ্গে।
* ফ্রান্সের সঙ্গে ‘ডি’ গ্রুপে ডেনমার্ক।
* ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে মেক্সিকো।
* বি গ্রুপে যুক্তরাষ্ট্র, ২০১০ সালের গ্রুপ পর্বের মতো এবারো ইংল্যান্ডের সঙ্গে।
* নেদারল্যান্ডস ‘এ’ গ্রুপে।
পাত্র- ১ এর ড্র শেষ
* রোনালদোর পর্তুগাল ‘এইচ’ গ্রুপে।
* পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ‘জি’ গ্রুপে।
* বেলজিয়াম খেলবে ‘এফ’ গ্রুপে।
* স্পেন খেলবে ‘ই’ গ্রুপে।
* বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ‘ডি’ গ্রুপে।
* আর্জেন্টিনা ‘সি’ গ্রুপে।
* ইংল্যান্ড ‘বি’ গ্রুপে।
* আয়োজক হওয়ার সুবাদে সবার আগে কাতার ‘এ’ গ্রুপে।
ট্রফি রাখলেন দেশম
২০১৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম ট্রফি রেখে গেলেন মঞ্চে।
শান্তির ডাক দিলেন ইনফান্তিনো
ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র উদ্বোধনকালে যুদ্ধ-বিগ্রহ বন্ধ করার আহ্বান জানিয়ে বিশ্বে শান্তির ডাক দিলেন সংস্থার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
অফিসিয়াল মাসকট
কাতার বিশ্বকাপের অফিসিয়াল মাসকটের নাম লা’ঈব। ফিফা বিশ্বকাপের অফিসিয়াল টুইটারে এটি আত্মপ্রকাশ করেছে।
ক্যাপশনে লেখা, ‘মাসকটের জগৎ থেকে সে এসেছে পূর্ণ শক্তি নিয়ে এবং প্রত্যেকের কাছে ফুটবলের আনন্দ বয়ে আনতে প্রস্তুত। পরিচিত হন: লা’ঈব, ফিফা কাতার বিশ্বকাপের অফিসিয়াল মাসকট।
ফিফার অফিসিয়াল গান হাইয়া হাইয়া
ফিফা এবার কাতার বিশ্বকাপের জন্য বেশ কয়েকটি গান প্রকাশ করছে। তার মধ্যে একটি প্রকাশিত হলো হাইয়া হাইয়া, অর্থ একসঙ্গে অনেক ভালো।
কোন ২৯ দল বিশ্বকাপ নিশ্চিত করেছে?
এরই মধ্যে ২৯ দল চূড়ান্ত করেছে নিজেদের জায়গায়। দেশগুলো হলো-
আয়োজক- কাতার
আফ্রিকা- ক্যামেরুন, ঘানা, মরক্কো, সেনেগাল, তিউনিসিয়া।
এশিয়া- ইরান, জাপান, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া
নর্থ, সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান- কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র
ইউরোপ- বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, সার্বিয়া, স্পেন, সুইজারল্যান্ড।
দক্ষিণ আমেরিকা- আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে।
বাকি ৩ দলের লড়াইয়ে কারা ও কবে ম্যাচ?
জুনের মধ্যে বাকি ৩ দলও নির্ধারণ হয়ে যাবে। ইউরোপিয়ান শেষ প্লে অফ সেমিফাইনালে ইউক্রেনের মুখোমুখি হবে স্কটল্যান্ড, বিজয়ী দল ফাইনাল খেলবে ওয়েলসের। ওই ম্যাচে জয়ীরা পাবে কাতারের টিকিট। অন্য দুটি জায়গা চূড়ান্ত হবে আন্তঃমহাদেশীয় প্লে অফে। ১৩-১৪ জুন কাতারে কোস্টারিকা মুখোমুখি হবে নিউ জিল্যান্ডের এবং পেরু মোকাবিলা করবে সংযুক্ত আরব আমিরাত কিংবা অস্ট্রেলিয়াকে, যারা ৭ জুন দোহায় আগে এশিয়ান কনফেডারেশন প্লে অফ খেলবে।
কোন পাত্রে কারা?
পাত্র-১: কাতার, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল।
পাত্র-২: মেক্সিকো, নেদারল্যান্ডস, ডেনমার্ক, জার্মানি, উরুগুয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, ক্রোয়েশিয়া।
পাত্র-৩: সেনেগাল, ইরান, জাপান, মরক্কো, সার্বিয়া, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তিউনিসিয়া।
পাত্র-৪: ক্যামেরুন, কানাডা, ইকুয়েডর, সৌদি আরব, ঘানা, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন, কোস্টারিকা/নিউজিল্যান্ড, পেরু/আমিরাত/অস্ট্রেলিয়া।
কীভাবে হবে গ্রুপের ড্র?
বৃহস্পতিবার (৩১ মার্চ) প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ের ভিত্তিতে চারটি সিডিং পাত্রে দলগুলোকে বিভক্ত করা হচ্ছে। টুর্নামেন্টের আয়োজক হিসেবে ‘এ’ গ্রুপের এক নম্বর দল হিসেবে পাত্র-১ এ থাকবে কাতার। একই পাত্রে বিশ্বকাপের টিকিট পাওয়া শীর্ষ সাত র‌্যাংকিংধারী দল জায়গা করে নিবে।
বিশ্বকাপ নিশ্চিত করা পরের সেরা আটটি র‌্যাংকিংধারী দল থাকবে পাত্র-২ এ। তিন নম্বর পাত্রে থাকবে মূল পর্ব নিশ্চিত করা সেরা র‌্যাংকিংধারী ১৬ থেকে ২৩ নম্বর দল। পাত্র-৪ এ থাকবে ২৪ থেকে ২৮ নম্বর সেরা র‌্যাংকিংধারী দলগুলো, তাদের সঙ্গী দুটি আন্তঃকনফেডারেশন জয়ী দল ও উয়েফা প্লে অফ বিজয়ীরা। ৩২ দলকে চারটি করে ৮টি গ্রুপে বিভক্ত করা হবে। আয়োজক হওয়ার সুবাদে কাতারকে সবার আগে রাখা হবে ‘এ’ গ্রুপে। তারপর যথাক্রমে পাত্র-১ থেকে অন্য সাতটি দলকে একে একে বাকি গ্রুপে সাজানো হবে। পাত্র-১ খালি হলে পাত্র-২ থেকে একটি করে দল নিয়ে রাখা হবে ৮ গ্রুপে। একইভাবে প্রতিটি পাত্র খালি হওয়ার পর পরের পাত্র থেকে থেকে গ্রুপের ড্র করা হবে।সবচেয়ে বেশি ১৩টি দল হওয়ার কারণে ইউরোপিয়ান দেশগুলো ছাড়া একই ফেডারেশনের দুটি দল একই গ্রুপে থাকতে পারবে না। আট গ্রুপের মধ্যে পাঁচ গ্রুপে দুটি করে ইউরোপিয়ান দল রাখা যাবে।