প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে গরীব রোগীদের মধ্যে ১০ লক্ষ ত্রিশ হাজার টাকার চেক বিতরণ

12

জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, বঙ্গবন্ধু কন্যা মানবতার মা শেখ হাসিনা এ দেশের গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য রাজনীতি করেন। এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। অসুস্থ মানুষদের সুস্থ করতে চিকিৎসা বাবদ অনুদান প্রদান করা মহতি উদ্যোগ। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ এবং সিলেট জেলা পরিষদের সদস্য আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবার প্রচেষ্টায় প্রাপ্ত অর্থের অনুদানের চেক বিতরণ ২৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির ও জেলা পরিষদের সদস্য এবং জেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবার সভাপতিত্বে ও জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মতিউর রহমান ও জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক, জেলা পরিষদের সদস্য মোস্তাক আহমদ পলাশ এর যেীথ সঞ্চালনায় সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সিসিক কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমদ, জেলা পরিষদের সদস্য মাওলানা মোঃ মোছাদ্দিক আহমদ, সদস্য মনিজা বেগম, জাদু শিল্পী ও সাংবাদিক আহমদুল হক চৌধুরী বেলাল, সাবেক জেলা পরিষদের সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, দেওয়ান ফরিদ গাজী স্মুতি সংসদ নবীগঞ্জ উপজেলার সভাপতি সাবেক ছাত্রনেতা মুহিতুর রহমান রনি, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী মাধুরী গুণ, যুব সংগঠক আফিকুর রহমান আফিক প্রমুখ। বিজ্ঞপ্তি