শাহীন খান

6

সেলফি :

পথে যেতে যেতে, হাওয়া খেতে খেতে
হাটে মাঠে ঘাটে, লেখাজোখা পাঠে
দূর বনে, ঘর কোণে
সুখ সুখ শিহরণে
হুল্লোড় নিববতায়, বন্ধুর মজা কথায়
নৌকায় লঞ্চে, বক্তৃতা মঞ্চে
বিয়ে বাড়ি আহাজারি
ঝগড়াও মারামারি
বাস ট্রেন আলফায়, ঠ্যালাগাড়ি রিকশায়
বৌগাড়ি, মেলাতে, ক্রিকেট খেলাতে
পূজোতে, ঈদে, গ্রীস্ম ও শীতে
বিমানে ও ট্রাকে, পদ্মার বাঁকে
জঙ্গলে পুকুরে, সকালে ও দুপুরে
সন্ধ্যায় রাত্রে, কনে দেখা পাত্রে
মরা বাড়ি, বাসরে, যাত্রার আসরে
বইমেলা দোকানে, ব্যাথাতুর কোঁকানে
হাসপাতাল মর্গে, কষ্টও অর্ঘ্যে
ঘরটার ছাদে যে, নামী কারো সাথে যে
শুটিংয়ের ফাঁকেতে, বৃক্ষের শাখেতে
বাথরুম বেডরুম, আধো আধো ঘুমঘুম
বাইকে চড়াতে, মৃতিকায় গড়াতে
ব্যস্ত শহরে,
যেখানেই কহরে
যায় কি থাকা
মুখ করে বাঁকা
তোলে তারা সেলফি
কি দারুণ ভেলকি!