লাখাইয়ে জমি নিয়ে সংঘর্ষে নারী সহ আহত ৩০

11

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের লাখাইয়ে জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার ভরপূর্ণি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লাখাই থানার (ওসি) সাইদুল ইসলাম জানান, ওই গ্রামের আজিজ মিয়া ও আকরাম আলীর লোকজনের মধ্যে একটি খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে শুক্রবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতদের মধ্যে আবিদা খাতুন (৫৫), আমেনা খাতুন (৫৫), জুলেখা বেগম (৪৫), কুহিনূর আক্তার (৩২), শাহাদাত আলী (৪০), কাজল মিয়া (৪০), নাছিমা বেগম (২৭), সাহিদা বানু (৬০), সিরাজ মিয়া (৭০), বাছির মিয়া (৪৫), রিপন আহমেদ (২৫), রাকিব আহমেদ (২২), আলী মিয়া (২৬), মশাল বিবি (৭০), সুরুফা বেগম (৪৫) ও রাজিয়া খাতুন (৪০)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।