মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী

12

শীত এলে :

শীত এলেই যে কত মানুষ
থাকেন কতো কষ্টে,
খোঁজ খবর নেয় না কেহ
আছেন কোন পোস্টে।
দুঃখ কষ্ট দেখেন না কেউ
অনাথ শিশুর তরে,
শীতের যে কাপড় চোপড়
নাই যেন তাঁদের ঘরে।
ক্ষুদার জ্বালায় পথে ঘুরে
পথে পথে বসবাস,
যেথায় যায় সেথায় যেন
হয়ে যে তারা নিরাশ।
চিন্তা করে গরম কাপড়
কোথায় থেকে পাই,
অনাথ শিশু বলেই যেন
পথে যে ঘুরে বেড়াই।