ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জেলা কমিটির অভিষেক ও ডেঙ্গু বিষয়ক আলোচনা সভা

15
ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট জেলা শাখার অভিষেক ও ডেঙ্গু বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিম চৌধুরী।

বাংলাদেশ ফার্মেসী চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট জেলা শাখার নব গঠিত কমিটির অভিষেক ও ডেঙ্গু বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি হাকীম মো: ছাদুল্লাহ বাচ্চু এর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো: সোনাম উদ্দিন সোহেল, সরকারী ইউনানী আয়ুর্বেদিক কলেজের প্রভাষক ডা. আক্তার হোসেন, ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বারেক, সিলেট টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক মাহবুবুর রহমান রনি।
মেহরাজ ফেরদৌস মাধুর্য্য এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ফাউন্ডেশনের সিলেট জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মো: শাহেদ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো: খুরশেদ আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো: নুরুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি মো: জাহাঙ্গীর আলম, মো: রুহুল আমিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তাপস কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার মুন্নি, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদিকা তানিয়া ফেরদৌস, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, দপ্তর সম্পাদক নয়ন হোসেন, সদস্য মো: আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা শাখার নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয় মহাসচিব মো: সোনাম উদ্দিন সোহেল নব-নির্বাচিত সিলেট জেলা কমিটির নাম ঘোষণা করে আইডি কার্ড ও সনদপত্র প্রদান করেন। বিজ্ঞপ্তি