২১তম মরহুম ফারুক আহমদ স্মৃতি বৃত্তি ও সনদ বিতরণ

29

কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা :
মরহুম ফারুক আহমদ স্মৃতি পরিষদের উদ্যোগে ২১ তম স্মৃতি বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ মরহুম ফারুক আহমদের বাড়িতে বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
২০২১ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় সর্বমোট ৬১জন ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৭ শ্রেণীতে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন ৬ জন ও সাধারণ বৃত্তি পেয়েছেন ১৫ জন। ৪র্থ শ্রেণীতে ট্যানেল্টপুলে বৃত্তি পেয়েছেন ৮ জন আর সাধারণ বৃত্তি পেয়েছেন ৩১ জন।
২০০১ সাল থেকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার একমাত্র ধারাবাহিক বৃত্তি পরীক্ষা মরহুম ফারুক আহমদ স্মৃতি বৃত্তি অনুষ্ঠিত হয়ে আসছে।
মরহুম ফারুক আহমদ স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা মোঃ ফরহাদ হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদ্য নির্বাচিত সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া।
পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম ফারুক আহমদ স্মৃতি পরিষদের সভাপতি মাসুক আহমদ।
মরহুম ফারুক আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ আমিনুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ এবং স্মৃতি বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল মালিক, কোম্পানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার), উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি রফিকুল হক, সাধারণ সম্পাদক, সভাপতি, এডভোকেট কামাল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, উত্তর রনিখাই ইউ.পি চেয়ারম্যান ফয়জুর রহমান, দক্ষিণ রনিখাই ইউ.পি চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী আবুল বাশার, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাবেক ব্যাংকার সৈয়দ ফয়জুর রহমান, ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফখরুল ইসলাম মাসরু, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মোঃ কাজী আমির উদ্দিন, মোঃ শফিকুল ইসলাম সিনিয়র শিক্ষক, ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিলোয়ার হোসেন, তেলিখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জিয়াউর রহমান মিজান, কোম্পানীগঞ্জ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আজিবুর রহমান, শিক্ষক মোঃ আব্দুল আহাদ কাসেমী, শাহরিয়ার আল আজাদ, মরহুম ফারুক আহমদ স্মৃতি পরিষদের সচিব সুজাত হোসেন, সদস্য নুরুল আমিন, কামরান হোসেন, ব্যবসায়ী মোঃ শানুর আলী, মোঃ আলা উদ্দিন।
আরো বক্তব্য রাখেন সিলেট সরকারি টিটি কলেজের শিক্ষার্থী মাহফুজুর রহমান মুবিন, আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌস হোসেন ফাহাদ, শিক্ষার্থী সাঈদ হোসেন, ফারিহা খানম মুক্তা, বৃত্তি প্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন আফিফা জান্নাত ফাবিহা, স্নিগ্ধা তালুকদার, হাবিবুর রহমান প্রমুখ।