শহরতলী থেকে চোরাই মালামালসহ ২ চোর গ্রেফতার

5

স্টাফ রিপোর্টার :
শহরতলীর ডলিয়া ও খুরুমখলা থেকে চোরাই মালামালসহ ২ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, এয়ারপোর্ট থানার ডলিয়া গ্রামের মৃত ওয়ারিছ আলীর পুত্র আব্দুল কুদ্দুছ (২৫) ও হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ থানার শিবপাশা গ্রামের মৃত মো: আলতু মিয়ার পুত্র বর্তমানে নোয়া খুরুমখলা এলাকার বাসিন্দা ভাঙ্গারী ব্যবসায়ী সাজিদুর রহমান (৩৪)।
পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে থানায় সংবাদ পাওয়া যায় যে, ডলিয়া সাকিনস্থ বাদীর মালিকানাধীন “নয়ন তারা” নামক গরুর খামারের সামনে একজন চোর আটক রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোর আব্দুল কুদ্দুছকে গ্রেফতার করে। এ সময় এসআই মোঃ সাইফুল ইসলাম ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে জানিতে পারেন যে, বাদী এয়ারপোর্ট থানার চাতল গ্রামের মৃত রহিম উল্লার পুত্র আব্দুল্লাহ মিয়া (৩৪) এর গরুর খামার হতে ৩ হাজার টাকা দামের ১টি ডিজিটাল মিটার স্কেল (পাল্লা), ৩ হাজার টাকা দামের ১টি টিবিএস ব্রান্ডের সিলিং ফ্যান, ৫শ’ টাকা দামের ১টি সোনালী রংয়ের টর্চ লাইট ও ১টি লাল রংয়ের টর্চ লাইট চুরি করে বিক্রয় করে বলে সে স্বীকার করে। পরবর্তীতে আব্দুল কুদ্দুছকে সঙ্গে নিয়া অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন নোয়া খুরুমখলা সাকিনের ভাঙ্গারীর দোকানে সাজিদুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। ধৃত কুদ্দুছের সনাক্ত মতে ভাঙ্গারী দোকান হতে বাদীর চোরাইকৃত উল্লেখিত মালামালগুলো উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হইবে। মামলা তদন্ত অব্যাহত আছে।