এইচ টি ইমামের বক্তব্য আড়াল করতেই সরকার লতিফ সিদ্দিকীকে দেশে এনেছে – মুফতি ওয়াক্কাস

44

Jomiat Jogonnathpur Photo 24.11.14জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার কাউন্সিল ও কর্মী সমাবেশে বক্তারা বলেছেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের ইস্যুটি আড়াল করতে সরকারের পরিকল্পনা মতেই দেশে আনা হয়েছে মুর্তাদ লতিফ সিদ্দিকীকে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুরতাদ লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করলে হরতাল-অবরোধের মাধ্যমে দেশ অচল করে দেয়া হবে। বাংলাদেশ ওলি আউলিয়াদের পুণ্যভূমি, দেশের শতকরা পচানব্বই ভাগ জনগণ মুসলমান, এদেশে ইসলাম বিরোধী কোন তৎপরতা বরদাশত করা হবে না। ঈমান ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত আসলে দেশের তৌহিদী জনতা জীবন দিয়ে রুখে দাঁড়াবে। বক্তারা বলেন, বৃটিশ এদেশে টিকে থাকতে পারেনি। পাকিস্তানী শাসক গোষ্ঠির নির্যাতনের দাঁতভাঙ্গা জবাব দিয়েছে এদেশের দামাল ছেলেরা। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিজয়ী হয়েছে এদেশের তরুণ ছাত্র সমাজ। প্রয়োজনে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে আরেকটি ৭১ সংঘটিত হবে এদেশে। তবুও সীমান্তের গণহত্যা এবং ফেলানী হত্যাকারীদের আগ্রাসন রুখে দাঁড়ানো হবে। বক্তারা বলেন, গোটা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। জনগণের বাক স্বাধীনতা নেই। বিরোধী দলকে কোন কর্মসূচী পালনের সুযোগ দেয়া হচ্ছে না। বর্তমানে জানমাল ইজ্জত আব্র“র কোন নিরাপত্তা নেই। দেশে আইন-শৃঙ্খলা নেই বললেই চলে।
গতকাল সোমবার জগন্নাথপুর উপজেলার একটি কমিউনিটি সেন্টারে জমিয়তের বিপুল সংখ্যক ডেলিগেটের উপস্থিতে বর্ণাঢ্য সমাবেশ ও উপজেলা জমিয়তের কাউন্সিলে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা শায়খ জমির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাফিজ, হাফিজ মাহমুদুল হাসান, মাওলানা মতিউর রহমান, হাফিজ শাহিনুর রহমান, হাফিজ মাওলানা ছাইদ আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী ও মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়ত সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল বছির, সিলেট মহানগর জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আবুল হাসান ফয়সল, কেন্দ্রীয় নেতা মুফতী মাওলানা রেজাউল করিম, মাওলানা আলী নূর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যীবুর রহমান চৌধুরী, মাওলানা বাহাউদ্দিন, মাওলানা সৈয়দ সলিম কাসেমী, মাওলানা হাসমত উল্লাহ খান, মাওলানা আখতারুজ্জামন, মাওলানা ফজল আহমদ, মাওলানা আলী আহমদ, যুব নেতা মাহমুদুল হাসান, যুবনেতা মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা ইরশাদ খান আল হাবিব, মাওলানা আব্দুস সামাদ প্রমুখ। বিজ্ঞপ্তি