শাহীন খান

17

শরৎ এলো পাখির ডানায় :

শরৎ এলো পাখির ডানায়
এলো হৃদের কানায় কানায়
নদীর কূলে কাশের বনে
মৃদু মৃদু সমীরণে।

শরৎ এলো আকাশ নীলে
ঘুরে বেড়ায় শঙ্খচিলে
দোয়েল করে সুখের ধ্বনি
বাংলক যেন হিরের খনি।

শরৎ এলো কবির মনে
শিশির ঝরে মিষ্টি ক্ষণে
এলো সে পাল উড়িয়ে
চোক্ষু দুটি যায় জুড়িয়ে।

শরৎ এলো খুকুর মলে
এলো সে যে হৃদয় তলে
মেঘরা পালায় অচিনপুরে
হঠাৎ বাঁশি বাজে সুরে!

শরৎ এলো আমার দেশে
সুর ছড়ালো পরিবেশে
লাগল দোলা সবার প্রাণে
মুখর হলাম পল্লীগানে।