সুষ্ঠু নির্বাচনের দাবিতে শান্তিগঞ্জ পিএফজির প্রচারাভিযান

2

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের দাবি জানিয়েছে প্রচারাভিযান করেছে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ শান্তিগঞ্জ (পিএফজি)।
বৃহস্পতিবার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজাররে এ প্রচারাভিযান করা হয়। প্রচারাভিযানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে পাথারিয়াবাজারে প্রচারাভিযানে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, শান্তিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া, আওয়ামী লীগ নেতা উকিল আলী, আরশ আলী, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ডা. নজরুল ইসলাম, সমাজ সেবক সামছুল আলম, সাবেক মেম্বর নুরুল হক, খালিক মিয়া, পাথারিয়া বাজারের সাবেক ইজারাধার জমির আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, প্রশাসনকে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন ওামের মানুষের জন্য একটি উৎসক, সেখানে কোন উৎকণ্ঠা যাতে না থাকে সে ব্যভস্থা নিতে হবে প্রশাসনকে। দলীয় প্রার্থীদের জয়পরাজয় মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। ভোটাররা যাকে নির্বাচিত করেন তাকে স্বাগত জানানোর সংস্কৃতি চাল করতে হবে রাজনীতিবিদদের।