লিডিং ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা অনুষ্ঠিত

6

লিডিং ইউনিভার্সিটির অর্থ কমিটির ১৫তম সভা মঙ্গলবার (১১ অক্টোবর ২০২২) বিকাল ৫:০০টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেটের চূড়ান্ত অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ অর্থ বছরের আয় এবং ব্যয় উপস্থাপনসহ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থ কমিটির সদস্য লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, ট্রেজারার বনমালী ভৌমিক, বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য সৈয়দ আব্দুল হাই, সিন্ডিকেট মনোনীত সদস্য প্রফেসর ড. এম. আর. কবির এবং প্রফেসর ড. এ.এন.এম মেশকাত উদ্দিন, বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য মেজর (অব.) শায়েখুল হক চৌধুরী, উপাচার্য মনোনীত সদস্য ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা ও লিডিং ইউনিভার্সিটির অর্থ ও হিসাব বিভাগের ইনচার্জ ও সদস্য সচিব রজত কান্তি চক্রবর্তী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি