রিপলু চৌধুরী

6

পদবীর শেষে :

পদ নিয়ে টানা টানি
নিত্যকার কাহিনি
পদের পিছু ছুটছে যারা
পদের বাহিনী।

নিজের স্বার্থে ছুটে যারা
পদ নিয়ে করে মারামারি
পদকে তারা অপমানিত করে
করে পদের বাহাদুরি

পদের পিছু ছুটছে যারা
তাদের ভিতর গন্ডগোল
হাজার ভুল লুকিয়ে আছে
পদকে করে কোল।

জ্ঞানী লোক হেসে বলে
বৃক্ষের দিকে দেখ চেয়ে
ফুল, ফল, সবি দেয়
পরিচয় কি দিয়েছে বৃক্ষ বলে।

ভাল কাজ করতে চাইলে
পদবি নাই লাগে
কর্ম গুনে পদবীর প্রকাশ
লোকের মুখে চলে

পদের পিছু না ছুটে
সত্য পথে চল
মানবতার সেবা করে
পদকে পিছনে পেল।

আমি অমুক আমি তমুক
এ-ই সব পরিচয় না দিয়ে
বাবা মায়ের আদর্শ নামে
পরিচয় হয় এই জগতে।

ভাল কাজ করলে তুমি
লোকে বলবে ভালো
বৃক্ষের কি শত্রু আছে
তুমি ভেবে বল।