বরেণ্য সংগীত সাধক পন্ডিত রামকানাই দাশ রচিত ও সুরারোপিত সংগীত নিয়ে কর্মশালার সমাপনী অনুষ্ঠান আজ

75

বরেণ্য সংগীত সাধক পন্ডিত রামকানাই দাশ রচিত ও সুরারোপিত সংগীত নিয়ে কর্মশালার সমাপনী অনুষ্ঠান আজ শুক্রবার। সংগীত পরিষদ সিলেটের উদ্যোগে নগরীর মিরের ময়দানস্থ শ্রীহট্ট সংস্কৃত কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এর আগে গত ৩১ অক্টোবর এই কর্মশালার উদ্বোধন করেন বিশিষ্টক্ষাবিদ এমিরেটরস প্রফেসর আবদুল আজিজ।
আজ সমাপনী দিনে প্রশিক্ষণ কর্মশালা শুরু হবে সকাল ৮.৩০ টা থেকে এবং সকাল ১১টায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে। সনদ পত্র বিতরণ করবেন পন্ডিত রামকানাই দাশ’র স্ত্রী শ্রীমতি সুর্বণা দাশ এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন পন্ডিত রামকানই দাশ এর  সুযোগ্যা কণ্যা সংগীত শিল্পী কাবেরী দাশ। এতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য আহব্বান জানানো যাচ্ছে।
আজ শুক্রবার সমাপনী দিনে যারা কর্মশালায় অংশগ্রহণে আগ্রহী তাদের কে সংস্কৃত কলেজ মিলনায়তনে সকাল ৮টায় নাম নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। নিবন্ধন ফি ১০০ টাকা। পূর্বে অংশগ্রহণকারীদের কোনো নিবন্ধন  প্রয়োজন নেই। বিজ্ঞপ্তি