মোহনীয় রূপ

18

আহমাদ মুস্তাকীম

ঝকঝকে নীলাকাশ
শরতের দিন
কী দারুণ সুনশান
প্রকৃতির সিন।

ডাহুকের কোলাহলে
মুখরিত বন
ধরণীতে ছেয়ে যায়
মৃদু সমীরণ।

মেঘমেয়ে ওড়ে ঐ
সাদা শাড়ি গায়
নদীপাড়ে কাশফুল
দোল খেলে যায়।

আঁধারের বুক চিড়ে
ঝলমলে চাঁদ
অপলক চেয়ে দেখি
নেই কোন খাদ।

শিশিরের ফোঁটা পড়ে
করে টুপটুপ
ঋতুরানি শরতের
মোহনীয় রূপ।