আলোর ফেরিওয়ালা আনসার কমান্ডার ইনুর মানবিকতা

31

বয়সে তরুণ। তার স্বপ্ন সুবিধাবঞ্চিত ছিন্নমূল অসহায় মানুষের সাহায্যে নিজেকে বিলিয়ে দেওয়া। এক সময় বেকার ছিলেন। কিন্তু থেমে ছিলনা তার মানবিক কর্মকান্ড। নিজের ছোট্ট একটি বাসা। তারপরও ঘরে পাশে আরেকটি গড়ে তুলেন বঞ্চিত শিশুদের জন্য একটি ইনুর স্কুল নামের একটি পাঠশালা। সেখানে শিক্ষা বঞ্চিত শিশুদের জন্য তিনি একটি সুন্দর আগামীর সম্ভাবনাকে জাগিয়ে তুলেন। শিশুদের হাসি আনন্দে ভরে থাকে এই পাঠশালাটি। সেই প্রতিষ্ঠাতার নাম ইমতিয়াজ রহমান ইনু। তিনি কুশিঘাট এলাকার মরহুম আলা উদ্দিন ও জাহেদা খাতুনের সন্তান। তার ভালো কাজগুলো দেখে সিলেটের অনলাইন পোর্টাল সিলেট ভিউ এক সময় বিদ্যালয়টি পরিচালনার দায়িত্ব নেন। পরবর্তীতে সিলেট সিটি কর্পোরেশন সিলেট ভিউ ইনু সিটি স্যাটেলাইট স্কুলের পরিচালনার দায়িত্ব নেন। শূন্য থেকে শুর করে আজ সামাজিক আন্দোলনে অনেকদুর এগিয়ে এসেছেন ইনু। তিনি যে এলাকার বাসিন্দা তার আশেপাশে যারা অনগ্রসর ও সুবিধাবঞ্চিত তাদের খুঁজে খুঁজে বের করে তাদের শিক্ষায় আলোকিত করতে চেষ্ঠা করে যাচ্ছেন। শুধু তাই নয় দরিদ্র অসহায় মানুষের দুঃসময়ে নিজের জ্ঞান দিয়ে অর্থকড়ি সংগ্রহ করে তাদের সাহায্য করছেন। একসময় তিনি বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্য পদ লাভ করেন। সেখানে তার সততা ও পরিশ্রমের ফলশ্রুতিতে সিলেট সদর উপজেলা ইউনিয়ন কমান্ডার হিসেবে পদোন্নতি লাভ করেন। এখন দেশের শান্তি শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি তার সামাজিক কাজগুলোও চালিয়ে যাচ্ছেন।
শান্তি, শৃঙ্খলা ও উন্নয়ন নিরাপত্তার কাজে নিয়েজিত আনসার কমান্ডার আলোর ফেরিওয়ালা ইমতিয়াজ রহমান ইনু মানবসেবায় স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন। ২০২২ সালের ভয়াবহ বন্যায় বানভাসী মানুষের ঘরে ঘরে ত্রাণ ও শুকনো খাবার পৌঁছে দেন। দেশব্যাপী মহামারি করোনা ভাইরাসের শুরু থেকে অবিরাম মানুষের কল্যানে কাজ করেছেন। পাশাপাশি সমাজের যেকোন নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তিনি সহযোগিতায়কাজ করে যাচ্ছেন। নিজ উদ্যোগে বিভিন্ন সময় মাদকাসক্ত যুবকদের পুনর্বাসনের মাধ্যমে সুস্থ করে তাদের বাসা বাড়িতে ফিরিয়ে দিয়েছেন ইনু। পরবর্তীতে তাদেরকে বিভিন্ন কর্মক্ষেত্রে যোগদান করে দেওয়ারও ব্যবস্থা করেছেন। মানুষের সচেতনতার জন্য মাদক, এইচ আইভি এইডস, নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধ, বৃক্ষরোপন সহ নানাবিধ উন্নয়নমূল কাজে তার সম্পৃক্ততা রয়েছে। বেকার ছেলে মেয়েদের সাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। পানিতে ডুবা প্রতিরোধে সচেতনতা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাশাপশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বাস্তবায়নের তিনি আন্তরিক কাজ করে যাচ্ছেন। ইমতিয়াজ রহমান ইনু দেশ ও দেশের মানুষের কল্যানে আজীবন কাজ করে যেতে চান তিনি সেজন্য সকলের ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি