গোয়াইনঘাটে গাড়ি পোড়ানো মামলায় ৩ শিবির কর্মী আটক

23

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাটে গাড়ি পোড়ানো মামলায় পৃথক অভিযানে শিবিরের তিন নেতা কর্মীকে আটক করেছে থানা পুলিশ। গত রবিবার রাতে উপজেলার আটলিহাই থেকে শিবির কর্মী মোশারফ হোসেন ও নয়াখেল টিকইর এলাকা থেকে মুখলেছুর রহমান এবং লাফনাউট থেকে শিবির নেতা আহমেদ দিদারকে আটক করা হয়।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি মোঃ আব্দুল হাই তিন শিবির কর্মীকে আটকের সত্যতা স্বীকার করে বলেন আটক ব্যক্তিদেরকে গতকাল সোমবার আদালতের মাধ্যেমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গত ১৯ জানুয়ারি মধ্যরাতে সিলেটগামী বালু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৬৭৩৯) উপজেলার বাঘের সড়ক নামক এলাকায় আসলে অবরোধ সমর্থকরা বেরিকেড সৃষ্টি করে ট্রাকে পেট্রোল বোমা মেরে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় গাড়িতে থাকা চালক বকুল অগ্নি দগ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আট দিন পর সে মারা যায়।
এ ঘটনায় থানার এস আই আব্দুল হাদি বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো শতাধিক ব্যক্তিকে আসামী করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন মামলা নং-২৬।