খোয়াই নদী খনন ও অবৈধ দখল উচ্ছেদের দাবিতে হবিগঞ্জে নৌকায় নদী ভ্রমণ

62

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জে খোয়াই নদী খনন, নদীর তীরবর্তী অবৈধ দখলদারদের উচ্ছেদ, বাঁধের দুর্বল অংশ সংস্কার, অনিয়ন্ত্রিত বালু উত্তোলন বন্ধ ও নদী থেকে বর্জ্য অপসারণসহ ৫টি দাবিতে নৌকায় খোয়াই নদী ভ্রমণ করা হয়েছে। শনিবার ভ্রমণের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও খোয়াই রিভার ওয়াটারকিপার। এতে পরিবেশবাদীসহ বিভিন্ন পেশার ৭০ জন অংশ নেন। এ সময় নদীর বর্তমান পরিবেশ নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নদীর উপর সাধারণ জ্ঞান পরীক্ষার আয়োজন করা হয়। এছাড়াও নদীর উপর বিভিন্ন সঙ্গিত পরিবেশন করা হয়। নদী তীরবর্তী বিভিন্ন বাজারে জনগণকে সম্পৃক্ত করে আলোচনা সভা ও প্রচারপত্র বিতরণ করা হয়। নদী রক্ষায় জনসচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণে তরুণ তরুণীরা শপথ করেন। তোফাজ্জল সোহেলের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন প্রফেসর মো. ইকরামুল ওয়াদুদ, এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, তবারক আলী লস্কর, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ-কমিশনার হারুন অর রশিদ সাগর, ডা. আলী আহসান চৌধুরীর পিন্টু, আহসানুল হক সুজা, রন্টি চৌধুরী, রাফি চৌধুরী, প্রভাষক সাবিরুজ্জামান খান জোসেফ প্রমুখ। নৌকায় হবিগঞ্জ শহর থেকে নদীর ভাটি এলাকার পুরো অংশ পরিদর্শন করা হয়।