সোমা মুৎসুদ্দী

13

জলে ছায়া পড়ে মেঘের :

জলে ছায়া পড়ে মেঘের, নির্মল মেঘ,
মেঘের শরীর থেকে কেমন পূজো পূজো গন্ধ।
মাটিতে দাঁড়িয়ে তাকিয়ে আছি মেঘের দিকে,
মেঘও কি হাত বাড়াবে বন্ধু হয়ে,
আচ্ছা আকাশেও কি পূজো হয় সকল নিয়ম মেনে,
মেঘের দেশেও কি ছুটি থাকে পূজোকে ঘিরে,
সেখানেও কি ভিড় ঠেলাঠেলি, ঠাকুর দেখা
মেঘের দেশেও কি আছে হরিনাথের জিলেপির দোকান,
জানিনা মেঘের দেশে কি আছে কে আছে।
জলে ছায়া পড়ে মেঘের, তার গায়ে কেমন পূজো পূজো গন্ধ,
আমিও অপেক্ষায় আছি, একদিন নির্মল মেঘগুলো আবারো ছুটি দেবে পূজোর ছুটি।