মহিলা দলের মানববন্ধন ॥ শিক্ষার্থী সামিরাকে কুপিয়ে আহতের বিচার দাবি

65
কুলাউড়া উপজেলার ছাত্রী সামিরা আক্তারকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে মহানগর মহিলা দলের মানববন্ধনে বক্তব্য রাখছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছাত্রী সামিরা আক্তারকে প্রকাশ্যে কুপিয়ে গুরতর আহত করার প্রতিবাদ এবং সাংবাদিক সাগর-রুনি, তনু ও নুসরাত হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী করছে সিলেট মহিলাদল।
গতকাল দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল সিলেট মহানগর শাখা’র উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমদ, সহ সভানেত্রী ইয়াসমিন আরা হক, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, যুগ্ম সম্পাদক শাম্মী আক্তার, সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম শাহনাজ।
সিলেট মহানগর মহিলাদলের সভানেত্রী জাহানারা ইয়াসমিন এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সালেহা কবির শেপী, নিগার সুলতানা, মিনারা হোসাইন, রেহেনা ফারুক শিরিন, রাহেলা জেরিন কানন, কুমকুম ফাহিমা প্রমুখ। মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারী-বেসরকারী সকল পর্যায়ের কর্মস্থলে নারী নিরাপত্তা সুরক্ষিত করার জোরদাবী জানিয়ে বক্তারা বলেন, দুর্বল শ্রেণীর মানুষ আজ অধিকার বঞ্চিত এবং পদে পদে লাঞ্ছনা পোহাতে হচ্ছে। নেয্য বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু বর্তমানে এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন অধিকাংশ মানুষ। যার কারণে অপরাধ মূলক কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে। নাগরিক জীবনে শান্তি শৃংঙ্খলা ফিরিয়ে আনতে যারযার অবস্থান থেকে যেকোনো অপরাধের কঠোর প্রতিবার করতে হবে। বিজ্ঞপ্তি