জগন্নাথপুরে সড়ক ভেঙে বিপদজনক গর্ত, যান চলাচল বন্ধ

9

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যায় আঞ্চলিক মহাসড়ক ভেঙে গিয়ে বিপদজনক গর্ত হয়েছে। এতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অনাকাঙ্খিত ভোগান্তিতে পড়েছেন যাত্রী-জনতা।
স্থানীয়রা জানান, ১৩ জুলাই বুধবার রাতে জগন্নাথপুর-রাণীগঞ্জ সড়কের নারিকেলতলা এলাকায় অবস্থিত স্টিল ব্রিজের এপ্রোচ মুখের স্থান ভেঙে গিয়ে ১৫ থেকে ২০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা প্রশাসন দুর্ঘটনা এড়াতে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন।
১৪ জুলাই বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে গভীর ভাঙনে বালু ভর্তি বস্তা ফেলে মেরামত কাজ করা হচ্ছে। ভাঙনের চারদিকে দেয়া রয়েছে সতর্ক সংকেত।