গোলাপগঞ্জে প্রবীণ শিক্ষক মাওলানা খতিব উদ্দিন এর ইন্তেকাল

8

সেলিম হাসান কাওছার গোলাপগঞ্জ থেকে :
দীর্ঘ কর্মময় জীবনের কর্মস্থল স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবকসহ হাজারো মানুষকে কাঁদিয়ে প্রকৃতির নিবিড় ছায়াঘেরা পারিবারিক কবরস্থানেই চিরনিদ্রায় শায়িত হলেন হাজারো মানুষ গড়ার কারিগর, উপজেলার আলোর ফেরিওয়ালাখ্যাত সর্বজনশ্রদ্ধেয় প্রবীণ স্কুল শিক্ষক মরহুম মাওলানা খতিব উদ্দিন মাস্টার। গত বুধবার দুপুর ২টায় বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামি মাদ্রাসা মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন-মরহুমের চাচাতো ভাই হাফিজ ইয়াকুব উদ্দিন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (৩০ এপ্রিল) মাওলানা খতিব উদ্দিন মাস্টার শিক্ষার্থীদের সুস্থ অবস্থায় পাঠদান করান। যোহরের নামাজও অন্যান্য শিক্ষকের সাথে সুস্থ অবস্থায় শেষ করেন। স্কুল ছুটির পর বাড়ী ফিরার পথে হঠাৎ স্টোক করলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিএনজি যোগে সিলেট ইবনেসিনা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি শেষ নি:শ^াস ত্যাক করেন। তবে স্থানীয়রা জানিয়েছেন হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই উনার মৃত্যু হয়।
উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখা এ প্রবীণ শিক্ষকের জানাযায় হাজারো মানুষের ঢল নামে। জানাযার পূর্ব বক্তব্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমকে একজন ধার্মিক, ন্যায়পরায়ণ, ভাল মানুষ হিসেবে স্মৃতিচারণ করে নির্লোভ সমাজ সংস্কারক ও এলাকার শিক্ষা বিস্তারে মরহুমের অবদানকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। মঙ্গলবার তার মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথেই গোটা উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। মরহুমের আত্মীয় স্বজন, গুণগ্রাহী, সাবেক ছাত্র ছাত্রী, দীর্ঘবছরের স্মৃতিবিজড়িত স্কুলের শিক্ষার্থী, সহকর্মী, এলাকার শত শত নারী পুরুষ সমবেদনা জানাতে মরহুমের বাড়িতে ভিড় করে।