দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান প্রশংসার দাবিদার – এডভোকেট মিসবাহ সিরাজ

10

দিরাই থেকে সংবাদদাতা :
আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দেশের অনেক মানুষ রয়েছেন। তারা বিদেশে থাকলেও তাদের হৃদয় থাকে আমাদের দেশে। তাই তো তারা তাদের কষ্টার্জিত অর্থদিয়ে নিজ পরিবার এবং দেশের উন্নয়নে কাজ করেন। দেশের উন্নয়নে তাদের অবদান প্রশংসার দাবিদার। এবারের বন্যায় সরকার ও দেশের মানুষের পাশাপাশি প্রবাসীর সহায়তা সত্যই প্রশংসার যোগ্য। প্রবাসীদের উন্নয়ন কাজ অব্যাহত থাকুক আমরা সেটাই আশা করি। বুধবার সন্ধ্যায় দিরাই পৌরশহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা জমাদার উল্লাহর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কুলঞ্জ অনলাইন গ্রুপের উদ্যোগে, সংগঠনের উপদেষ্টা আব্দুল মুকিতের সভাপতিত্বে ও আখলাক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সিলেটের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি, সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, দিরাই উপজেলা পরিষদের প্যানেল মেয়র মোহন চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সদস্য সচিব মুজাহিদুল ইসলাম সর্দার, নারী কাউন্সিলর হেলেনা বেগম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, দিরাই সরকারি কলেজ ছাত্র লীগের আহ্বায়ক মারুফ আহমেদ জয় প্রমুখ। বিকেলে উপজেলা সাবরেজিস্টার অফিস প্রাঙ্গণে মাইক্রো শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করেন নেতৃবৃন্দ।