কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশি আহত

7

স্টাফ রিপোর্টার :
কোম্পানীগঞ্জ উপজেলার মাঝেরগাঁও সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে ২ বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন। আহতরা হলেন- মাঝেরগাঁও গ্রামের হেমন্ত দাসের পুত্র সুধাংশু দাস (৪৫) ও তোতা মিয়ার ছেলে মোখলেছুর রহমান (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কয়েকজন বাংলাদেশী নাগরিক আনসারের বাগানের ওপারে ১২৫৫-৮এস পিলার পাড়ি দিয়ে ভারতের ভিতরে হাতারু নামক জায়গায় ঘাস আনতে যায়। দুপুর ১২টার দিকে ঘাস নিয়ে আসার সময় তাদেরকে লক্ষ্য করে ভারতীয় খাসিয়া গুলি ছুড়ে। এতে সুধাংশু দাসের পায়ে ও তোতা মিয়ার হাতে গুলি লাগে। তারা সেখান থেকে আহত অবস্থায় বাংলাদেশে আসে। পরে তাদেরকে চিকিৎসার জন্য মেডিকেলে প্রেরণ করা হয়।
৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সাইফুল ইসলাম চৌধুরী জানান, বাংলাদেশী নাগরিকরা গরুর ঘাস কাটতে কাটতে ভারতের সীমান্তে চলে যায়। তখন ভারতীয় খাসিয়া নাগরিক তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ২ জন বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন। তবে তারা আশংকা মুক্ত। তিনি আরো বলেন, সীমান্ত এরিয়ায় প্রতি সপ্তাহে বিজিবির সচেতনতা মূলক প্রচারণা অব্যাহত রয়েছে।