বকুলের মালা

81

নীলিমা শামীম

টান টান শরীর ভাসে
শীতের পূর্ববাসে
মেঘালয়া হন্যে হয়ে আসে
ঘন কালো দূর নীলাকাশে!!

বিষন্ন মন হূদ উদাসীন
তুমি নেই পাশে,
ফুলপরিরা মালা গাথে
শিউলী তলে বসে!!

উঠোন ভরে ফুল ঝড়েছে
বকুল তলায় সুঘ্রাণ,
মালা গাথার ধুম পড়েছে
এসেছে বুজি অগ্রাহায়ন!!

শিশিরকণা শীতল ঢেউ
অঙ্গ ভিজে আনন্দে,
দুষ্টু মিষ্ট ফুলকলিরা দেখ
গাথছে মালা সানন্দে!!

হিমশীতল এই ভোর বেলাতে
পেতে আসন দ্বারে,
প্রেম পিরীতি করছে ফুল-শুইয়ে,
গলাগলি করে!!