৬ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

1

স্টাফ রিপোর্টার :
উদ্ধারকারী ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেললাইন থেকে তেলবাহী ট্রেনের ওই ওয়াগনটি সরিয়ে নিলে গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে বিজয়নগরের মুকন্দপুর এলাকায় তেলবাহী ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ থাকে।
মুকুন্দপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. সাইফুল ইসলাম ও দুর্ঘটনা কবলিত তেলবাহী ট্রেনচালক জালাল আহমেদ জানান, বেলা ১১টার দিকে মুকন্দপুর স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পর তারা দেখতে পান ইঞ্জিনের পেছনের বগির তেলবাহী ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে ধোঁয়া উড়ছে। এরপর পুরো ট্রেনটি নিয়ন্ত্রণে নিয়ে দাঁড় করানো হয়। এ সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। পরে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শেষ করলে বিকেল সোয়া ৫টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ দিকে দুর্ঘটনার কারণে আখাউড়া স্টেশনে আটকে পড়া পাহাড়িকা ও শাহজীবাজার স্টেশনে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।