মৌ’বাজারে সবজি বাজার থেকে আইড কেট স্ন্যাক উদ্ধার

15

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
সবজি বাজারের দোকান থেকে একটি আইড কেট স্ন্যাক উদ্ধার করেছে শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে সাপটি দেখতে পেয়ে ব্যবসায়ীরা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল নতুন বাজারে গিয়ে স্ন্যাকটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন।
স্বপন দেব সজল জানান, ‘আইড কেট স্ন্যাক মৃদু বিষধর। সাপটির বৈজ্ঞানিক নাম  Boiga siamensis. হঠাৎ করে সাপ দেখলে না মেরে বন বিভাগ ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। উদ্ধার করা স্ন্যাকটি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে। বনবিভাগের নির্দেশনা মোতাবেক এটিকে পরে বনে অবমুক্ত করা হবে।