সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

2

 

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ জুলাই) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সাহেবের বাজার দাখিল মাদরাসায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত।
সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ১০ পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। এর মধ্যে ৪টি পদে কোন প্রতিদ্ব›িদ্ব প্রার্থী না থাকায় ৭ জন প্রার্থী বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। ৩৫৩ জন ভোটারের মধ্যে ৩৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে ৬ জন প্রার্থীকে নির্বাচিত করেন।
নির্বাচনে (ঘোড়া) প্রতীক নিয়ে ২০১ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন সাহেবের বাজার এলাকার প্রবীণ মুরব্বি ও বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মো. আব্দুল নুর। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি দিলোয়ার আহমদ (চেয়ার) প্রতীক নিয়ে ১৪৪ ভোট পান। সহ-সভাপতি পদে সমিতির সাবেক সহ-সভাপতি মো. বাবুল মিয়া (টেলিভিশন) প্রতীক নিয়ে ২২৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী শাহীন আহমদ (টিউবওয়েল) প্রতীক নিয়ে ১০৭ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে তরুণ সমাজসেবী মো. আলাল উদ্দিন (ফুটবল) প্রতীক নিয়ে ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী মো. আতিকুর রহমান (চশমা) প্রতীক নিয়ে ১১১ ভোট পান।
সহ-সাধারণ সম্পাদক পদে সাবেক প্রচার সম্পাদক মো. আতিকুর রহমান (ঘড়ি) প্রতীক নিয়ে ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী মো. আজিজুর রহমান (কাপ পিরিছ) প্রতীক নিয়ে ১৩৯ ভোট পান।
অর্থ সম্পাদক পদে প্রবীণ মুরব্বি আব্দুল খালিক (আনারস) প্রতীক নিয়ে ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী মো. আজমল আলী (আম) প্রতীক নিয়ে ১৪৭ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ আলী বটল (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী মো. হারুনুর রশিদ রাজ (উড়োজাহাজ) প্রতীক নিয়ে ১৫৮ ভোট পান।
তাছাড়া সহ-সাংগঠনিক পদে মো. আব্দুল মনাফ, প্রচার সম্পাদক পদে মো. মামুন মিয়া, দপ্তর সম্পাদক পদে সুমন আহমদ কোনো প্রতিদ্ব›িদ্ব প্রার্থী না থাকায় এই ৩ পদে তারা বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। নির্বাহী সদস্য পদে ৪ জন সদস্য বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। তারা হলেন আব্দুস ছোবহান, আব্দুল হালিম, মো. সাইদুল ইসলাম ও মো. হেলাল উদ্দিন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন- সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আরব আলী। সহ-প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন ব্যবসায়ী আব্দুল মতিন। নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন- সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান। সহ- নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মাওলানা শামছুর রহমান, হুমায়ুন কবির মিলন, মো. নজরুল ইসলাম, মাহবুব আলম। এছাড়া প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন- সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ। পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন- মাহবুব আলম, আবুল কাশেম, সত্যেন কুমার।
নির্বাচন সফল ও সুষ্ঠুভাবে সম্পন্নে সকলের সর্বাত্মক সহযোগিতা ও উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মো. আরব আলী।