মুহাম্মদ আলম জাহাঙ্গীর

5

বান-২ :

প্রতি বছর বর্ষাকালে
বৃষ্টি উজান ঢলে,
পুকুর নদী যায় ভাসিয়ে
অথৈ পানির জলে।

বানের জলে সোনার ফসল
ডুবতে দেখে কৃষক,
অশ্রুজলে নয়ন ভাসে
হৃদয়ে বাজে শোক।

দেশের সকল বানভাসিরে
বাঁচাতে চাইলে ভাই,
নদী-নালা খালের পানির
প্রবাহ থাকা চাই।

নদী ভরাট বন্ধের সাথে
খনন করতে হবে,
পানির প্রবাহ ঠিক রাখলে
বান হবেনা ভবে।।