মাধবপুরে অবৈধ ৫টি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে বন্ধ করেছে প্রশাসন

4

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরে বৈধ কাগজপত্র না থাকায় ৫টি ডায়াগনস্টিক সেন্টার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার প্রেক্ষিতে গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে মাধবপুর পৌরশহরে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধভাবে চালানো ও লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সেবা ডায়াগনস্টিক, এ্যাপেলো ডায়াগনস্টিক, হক ডায়াগনস্টিক, প্রাইম ডায়াগনস্টিক ও তিতাস শিশু জেনারেল হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম জানান, জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।