আমার কোন চাওয়া পাওয়া নেই – ড. মোমেন

18

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন বলেছেন, আমার কোন চাওয়া পাওয়া নেই জনসেবা করে বাকী জীবন কাটাতে চাই। নৌকা প্রতীক পেলে নির্বাচন করবো। সিলেটবাসীর কল্যাণে কাজ করবো। তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকারের গত ১০ বছরে অভাবনীয় উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের চিত্র সাধারন মানুসের মাঝে তুলে ধরতে সকল নেতা কর্মীদের একযোগে কাজ করতে হবে ।
গত ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে সদর উপজেলার ৭নং মোগলগাও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গোলো বলেন । ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা আবু সুফিয়ানের পরিচালনায় ড. একে আব্দুল মোমেন আগামী নির্বাচনে নৌকা বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তৃণমূল কর্মীদেরকে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ, অধ্যাপক সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা পরিষদ ১নং ওয়ার্ড এর সদস্য মোঃ শাহানুর, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাহরাইন এর সভাপতি কয়েস আহমেদ, বৃটিস বাংলাদেশ চেম্বার এর সদস্য কায়েস চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মকসুদ আহমদ মকসুদ। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম, আসলাম উল্লাহ, আব্দুল খালিক, ওয়াসিদ আলী, আওয়ামী লীগ নেতা বদরুজ্জামান এনাম, উপজেলা যুবলীগ নেতা কুতুব উদ্দিন, মোঃ নিজাম উদ্দিন, মহানগর ছাত্রলীগের সাবেক উপ সম্পাদক শহীদ আকিব অপু, মদনমোহন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমন, উপজেলা তাঁতী লীগের আহবায়ক দিলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল কাহির, হেলাল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম আহমদ, মোঃ নজরুল ইসলাম, রুবেল আহমদ, শাহ খুররম কলেজ ছাত্রলীগ নেতা লাওন আহমদ, মোগলগাও ইউনিয়ন তাঁতী লীগের যুগ্ম আহবায়ক মাশুক মিয়া, দুলু মিয়া, নূর হাসান, রহিম আলী, আব্দুস সালাম, আনিস আলী, ফয়জুর রহমান, ওয়ারিছ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি