জেলা আ’লীগের কর্মসূচি ১৪ ও ১৬ ডিসেম্বর সকাল ১০টায় পুষ্পস্তবক অর্পণ

11

বাঙালির ত্যাগ, বিজয় ও অহংকারের মাস ডিসেম্বর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে পাকবাহিনীর বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র মুক্তি-সংগ্রামের মাধ্যমে ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে। ৩০ লক্ষ শহীদ, দু’লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজ পতাকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
এদিকে, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস। এ দু’টি দিবস উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগ পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে এবং সোমবার (১৬ ডিসেম্বর) একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ ব্যানার ও ফুল নিয়ে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান পৃথক দু’টি দিবসে দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি