হজ¦ ফ্লাইট

5

হজ¦ পালনে প্রতীক্ষারত ধর্মপ্রাণ নাগরিকদের প্রতীক্ষার অবসান হতে চলেছে। এ বছরের হজ¦ ফ্লাইট শুরু হতে যাচ্ছে আগামী মাসেই। চলবে টানা এক মাসের বেশি সময় ধরে। সে হিসাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে হজ¦ ফ্লাইট উদ্বোধনের। দীর্ঘ দুই বছর স্থগিত থাকার পর এবারের হজে¦র প্রস্তুতি নেয়া হয়েছিল আগেই। এখন কেবল আনুষ্ঠানিকভাবে হজ¦ ফ্লাইট ঘোষণার পালা। চলতি সপ্তাহেই সৌদির সঙ্গে হজ¦বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি সম্পন্ন হতে পারে। এরপর হজে¦র প্যাকেজ ঘোষণা ও বিমানের সিডিউল বিস্তারিত জানা যাবে। চলতি বছর ৫৭ হাজার ৮৫৬ জন বাংলাদেশ থেকে হজ¦ করার সুযোগ পাবেন। তবে ৬৫ বছরে ঊর্ধ্বে কোন ব্যক্তি হজে¦ যেতে পারবেন না। সে হিসেবে বর্তমানে ২০২০ সালে নিবন্ধিত হয়ে থাকা ৫২ হাজার হজ¦যাত্রী থেকে ১০ হাজারেরই বাদ পড়ার আশঙ্কা রয়েছে।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে এবারও সব হজ¦যাত্রী বহন করবে দুটো এয়ারলাইন্স। সৌদি আরবের সাউদিয়া এয়ার এবং বাংলাদেশের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অবশ্য হজ¦ এজেন্সিগুলো ‘প্রতিযোগিতামূলক ভাড়ার পরিবেশ সৃষ্টি করতে’ অন্যান্য এয়ারলাইন্সকেও হজ¦ যাত্রী পরিবহনের সুযোগ দেয়ার দাবি জানিয়ে আসছে। সুষ্ঠু হজ¦ ব্যবস্থাপনার স্বার্থে হজ¦ ব্যবস্থাপনায় কাক্সিক্ষত সাফল্য অর্জন এবং সর্বোপরি দেশের সর্বোচ্চ আদালতের রায়ের প্রেক্ষাপটে থার্ড ক্যারিয়ার উন্মুক্ত করার জন্য দুই মন্ত্রণালয়কে চিঠিও দিয়েছে হাব। সংগঠনটির সভাপতি বলেছেন, ‘আগে বাংলাদেশ থেকে অনেক এয়ারলাইন্স হজ¦ ফ্লাইট পরিচালনা করত। তখন ভাড়া নিয়ে অসন্তোষ ছিল না। জাতীয় হজ¦ ও ওমরাহ নীতি-২০১৯ এর ১০.১.১ ধারায় থার্ড ক্যারিয়ার চালু করার বিষয়েও স্পষ্ট বিধান রয়েছে।’
করোনার কারণে ট্রাভেল এজেন্সিগুলো কিছুটা সঙ্কটকালের ভেতর দিয়েই যাচ্ছে। হজ¦ তাদের সামনে একটি সুযোগ এনে দিয়েছে হজ¦যাত্রীদের পরিবহনের মাধ্যমে পেশাগত ক্ষতি পুষিয়ে আনার। সরকার এক্ষেত্রে সার্বিক বিচার বিবেচনা করে উদ্যোগী হতে পারে, এমনটাই প্রত্যাশা। এতে হজ¦যাত্রী সেবায় যেমন ইতিবাচকতা আসবে, তেমনি প্রতিযোগতিামূলক বিমান ভাড়ার সুযোগও বহাল থাকবে। এতে হজ¦যাত্রীরাও অধিক লাভবান হবেন।