মির্জাজাঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়ে উত্তেজনা

29

স্টাফ রিপোর্টার :
নগরীর মির্জাজাঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, অভিবাবক ও শিক্ষকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বিদ্যালয়ে পাঠদান ও প্রতিষ্ঠান উন্নয়ন কাজ নিয়ে ছাত্রী ও অভিবাবকরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবস্থান নেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ করেন ছাত্রী ও অভিবাবকরা। এ সময় তারা প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন।
বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ জানান, বিদ্যালয়ের ছাত্রীরা ও অভিভাবকরা প্রধান শিক্ষকের কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ করছেন খবর পেয়ে আসি। এ সময় উভয়কে সান্ত্বনা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আবুল কালাম আজাদ বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাঠদানে অবহেলা করেন এবং কমিটির সদস্যদের না জানিয়ে উন্নয়ন কাজ করান। এতে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিবাবকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন আকন্দ বলেন, শরীর খারাপ করায় আমি বিশ্রামে ছিলাম। ছাত্রীদের পরীক্ষার ফলাফল পেতে দেরি হওয়ায় তারা প্রতিবাদ করে। পরে পরিস্থিতি শান্ত করা হয়।