বিটিভির পরিচালক ইউসুফ আলীর মতবিনিময় সভা ॥ বিটিভি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের স্বার্থই অগ্রাধিকার পায়

100

বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, সংসদ টিভি ও বিটিভি চট্রগ্রাম আঞ্চলিক কেন্দ্রের পরিচ্ছন্ন ছবি ও সুস্পট শব্দসহ সম্প্রচার নিশ্চিত করণের লক্ষ্যে সিলেট জেলার ক্যাবল অপারেটর দের সাথে ৪ জুলাই বুধবার সকাল ১১ টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেটের জেলা প্রশাসক নূমেরী জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিটিভির পরিচালক ( অর্থ) যুগ্ম সচিব মোঃ ইউসুফ আলী। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশে ক্যাবল সিস্টেমের মাধ্যমে যোগাযোগের যে বিপ্লব হয়েছে এর কৃতিত্ব বিটিভির। বিটিভি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাষ্ট্রের স্বার্থই রক্ষা করে এবং সরকারের স্বার্থ অগ্রাধিকার পায়। আর সরকারের স্বার্থ মানে জনগণের স্বার্থ। বিটিভি জনসচেতনতা মূলক সম্প্রচার সবচেয়ে বেশি করে এবং সকল সম্প্রচার জনকল্যাণ মূলক। সম্প্রচার বিষয়ে তিনি বলেন বিটিভি এখন সম্পূর্ণ ডিজিটাল হয়ে গেছে। কিছু দিনের মধ্যেই ছবি ও সুস্পট শব্দসহ সম্প্রচার সমস্যা সমাধান হয়ে যাবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিটিভির কন্ট্রোলার-লাইসেন্স ম্যানেজার মোঃ জুলফিকার রহমান কোরাইশী। উক্ত মতবিনিময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সন্দ্বীপ কুমার সিংহ, বিটিভি সিলেট উপকেন্দ্রের প্রধান মকবুল হোসেন, সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্ত ও সিলেট জেলার ক্যাবল অপারেটর বৃন্দ। বিজ্ঞপ্তি