রমজানে ২ শুক্রবার খোলা থাকবে নগরীর বিপণী বিতান-মার্কেট ও শপিং মল

5

স্টাফ রিপোর্টার :
রমজানে ২ শুক্রবার খোলা থাকবে নগরীর বিপণী বিতান-মার্কেট ও শপিং মল। গত ২ বছর সিলেটে ছিলো মহামারি করোনার দাপট। তাই স্বাস্থ্যবিধি রক্ষায় সরকারি বিধি-নিষেধের কারণে গত দু বছর সিলেটে ঈদুল ফিতরের আগে রমজানে পুরোপুরি খোলা রাখা যায়নি দোকানপাট, মার্কেট ও শপিং মল। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা।
তবে এবারের অবস্থা স্বাভাবিক। করোনার প্রাদুর্ভাব কমে আসার কারণে সিলেটে স্বাভাবিকভাবে দোকান-পাট খোলা রেখে ব্যবসায়ীরা বেচা-কেনা চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অন্যান্য দিনের পাশাপাশি আগামী ৮ ও ১৫ এপ্রিলও (শুক্রবার) সিলেট নগরীর সকল মার্কেট এবং কাপড়ের শো-রুম খোলা থাকবে। ব্যবসায়ীদের অনুরোধের প্রেক্ষিতে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে কল-কারাখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে আলোচনাক্রমে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ।