কাজির বাজার ডেস্ক
চীনে আতঙ্ক ছড়ানো এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন দেশের মানুষ। বাংলাদেশেও শনাক্ত হয়েছেন একজন। এ নিয়ে স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্য সতর্কতা জারি করলেও সিলেটে এখনো প্রতিরোধমূলক কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তবে সিলেটের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর অফিস বলছে- সিলেট বিশেষ কোন ঝুঁকিতে নেই এইচএমপিভি ভাইরাস নিয়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, তামাবিল ও শেওলা স্থলবন্দর সিলেটের কোন বন্দরে বাড়তি কোন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। সব জায়গায় আগের মতই কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই সব কার্যক্রম চলছে বিমানবন্দরে। সেইসঙ্গে স্থলবন্দরসমূহেও আমদানি-রপ্তানির পণ্য নিয়ে যাতায়াতকারী ট্রাকচালক ও সহকারীরা পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অবাধে চলাচল করছেন।
এ ব্যাপারে সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান জানান, এইচএমপিভি সংক্রমণের জন্য এখনো সিলেট বিশেষ কোন ঝুঁকিতে নেই। শুধুমাত্র স্বাস্থ্য অধিদপ্তরের জারিকৃত সতর্কবার্তা এসেছে। সিলেটের বিমানবন্দর কিংবা কোন স্থলবন্দর, শুল্ক স্টেশন কিংবা ইমিগ্রেশন সেন্টারে বিশেষ কোন ব্যবস্থা নেওয়া হয়নি।