মাধবপুরে মৃত্যুর সাড়ে ৩ মাস পর কবর থেকে কিশোরীর লাশ উত্তোলন

11

মাধবপুর থেকে সাংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরের সুলতানপুর গ্রামের একটি কবর থেকে আদালতের নির্দেশে সাড়ে ৩ মাস পর এক কিশোরীর লাশ উত্তোলন করা হয়েছে।
সোমবার দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন এর উপস্থিতিতে মাধবপুর থানা পুলিশ কিশোরী সুলতানা আক্তারের মরদেহ উত্তোলন করেন। কিশোরী সুলতানা আক্তার সুলতানপুর গ্রামের শহীদ মিয়ার মেয়ে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, কিশোরী সুলতানা আক্তার মারা যাওয়ার প্রায় ২ মাস পর তার পিতা শহীদ মিয়া হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালতে সুলতানপুর গ্রামের ৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মাধবপুর থানায় মামলাটি এফআইআর ভুক্ত করে অনুসন্ধান কাজ শুরু করে। মৃত্যুর পর নিহত কিশোরীর মরদেহ বিনা ময়না তদন্তে দাফন করায় আদালতের নিদের্শে গতকাল সোমবার দুপুরে ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতিতে কিশোরীর মরদেহ উত্তোলন করা হয়। তিনি জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে কবর থেকে লাশ উত্তোলন করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।