খাজা এয়ারলাইন্সের হজ্ব পুনর্মিলনী ॥ মুসলমানদের জন্য হজ্ব পালন করা একটি ফরজ কাজ

108

খাজা এয়ারলাইন্স কর্তৃক আয়োজিত পবিত্র হজ্ব পুনর্মলনী ২০১৭ গত শনিবার (২৮ অক্টোবর) নগরীর ধোপাদীঘির পার ইউনাইটেড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, মুসলমানদের জন্য হজ্ব পালন করা একটি ফরজ কাজ। প্রত্যেক বিত্তবান মুসলিমরা একবার হলেও হজ্ব পালন করা ফরজ। তাই হজ্ব পালনে সবাইকে সোচ্চার হতে হবে। যাদের মাধ্যমে সঠিক আকিদা ও নিয়ম মেনে হজ্ব পালনে সহযোগিতা করে তাদের মাধ্যমে হজ্বে যাওয়া উত্তম। আমাদেরকে হজ্ব পালনে সার্বিক সহযোগিতা করায় খাজা এয়ারলাইন্স এর প্রশংসা করেন বক্তারা।
খাজা এয়ারলাইন্সের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মাওলানা খাজা মইন উদ্দিন আহমদ জালালাবাদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব হযরত মাওলানা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা নাছির উদ্দিন আখন্দ, আলহাজ্ব এ এস এম আনোয়ার হোসেন, আলহাজ্ব অধ্যাপক শফিকুল রহমান, শাবিপ্রবি’র সহকারী অধ্যাপক মাওলানা মোঃ এমদাদুল হক, আলহাজ্ব এডভোকেট মোঃ জামিরুল ইসলাম, আলহাজ্ব কাজী লুৎফুর রহমান সিরাজী, আলহাজ্ব মাওলানা আবুল হোসেন, আলহাজ্ব রুস্তম, আলহাজ্ব বদর আহমদ, আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব মির্জা আবুল কাশেম, আলহাজ্ব ডা. মো. আজির উদ্দিন তালুকদার, আলহাজ্ব নুরুল ইসলাম, আলহাজ্ব মঈন উদ্দিন, মির্জা আব্দুল হক জালালাবাদী, আলহাজ্ব আব্দুর রহিম তাপাদার প্রমুখ।
যারা হজ্ব পালন করেছেন তাদের স্মৃতি রাখার জন্য খাজা এয়ারলাইন্সের পক্ষ থেকে একটি প্রশংসা পত্র প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা খাজা মইন উদ্দিন আহমদ জালালাবাদী। বিজ্ঞপ্তি