মুক্তিযুদ্ধের জন্য বাঙালিরা দীর্ঘ ২৩ বছর প্রস্তুতি নিয়েছিল ——————–আজাদুর রহমান

49

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর কৃষকলীগের উদ্যোগে ও কৃষকলীগ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক রেজাউল হক রাসেলের অর্থায়নে এতিম ছাত্রদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জামেয়া ইসলামিয়া শাহ গাযী সৈয়দ বুরহান উদ্দিন (র.) মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে এই খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে পধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. শাহজাহান। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
প্রধান বক্তার বক্তব্যে আজাদুর রহমান আজাদ বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধ আকস্মিকভাবে হয়নি। মুক্তিযুদ্ধে জন্য বাঙালিরা দীর্ঘ ২৩ বছর প্রস্তুতি নিয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। বঙ্গবন্ধুর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণে আজ আমরা স্বাধীন ভূখন্ড পেয়েছি। কিন্তু স্বাধীনতা বিরোধীরা এখনও ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবিলা করছে। হক্কানী আলেমদেরও এদের বিরুদ্ধে ইলম দিয়ে সংগ্রাম করতে হবে। হক্কানী আলেমরা কখনো জঙ্গিবাদের সাথে জড়িত থাকতে পারেন না।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নাসির উদ্দিনের সভাপতিত্বে ও ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষকলীগ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক রেজাউল হক রাসেল, টুলটিকর ইউপির চেয়ারম্যান সৈয়দ আলী হোসেন, সিনিয়র সহ-সভাপতি শাহ আহমেদুর রব, প্রবাসী আওয়ামী লীগ নেতা শাহ নূর, কুষকলীগ মহানগরের সাংগঠনিক সম্পাদক মো. ইমরান খান রায়হান, সার্জেন্ট (অব.) আবুল হোসেন, ২২নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি সুহেল তালুকদার। এ সময় প্রবাসী আওয়ামী লীগ নেতা শাহ নূর মাদ্রাসায় ৫হাজার টাকা প্রদান করেন। বিজ্ঞপ্তি