নগরী ও শহরতলীর বিভিন্ন এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না

2

স্টাফ রিপোর্টার :
উন্নয়নকাজের জন্য মহানগরীর বেশ কয়েকটি এলাকায় কাল শুক্রবার ২৫ ফেব্রুয়ারি সকালে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম জানান, কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের টি-১ ৩৩ কেভি আইসোলেটরের অপারেটিং মেকানিজম স্থাপন কাজের জন্য আম্বরখানা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোড, রায় হুসেন গলি, বড় বাজার, দারুসালাম মাদ্রাসা রোড, খাদসবীর, মজুমদারী, সৈয়দমুগনী, চৌকিদেখী, বাশবাড়ী, বাদাম বাগিচা, লেচু বাগান, পীর মহা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, আম্বরখানা, ঘূর্ণি আ/এ, দরগা মহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, পুরানলেন, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিলচিস্ত, সুবিদবাজার, বনকলাপাড়া, শাহী ঈদগাহ, কাজিটুলা, মিরবক্সটুলা, তাতিপাড়া, লাক্কাতুরাস্থ বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা, মালনীচড়া, আদানি, বড়শালা, ক্যাডেট কলেজ, মংলীর পাড়, কাকুয়ার পাড়, লালবাগ, বিমানবন্দর, ছালেহপুর, ধুপাগুল, রঙ্গীটিলা, ছালিয়া, সালুটিকরঘাটসহ আশপাশ এলাকায় কাল শুক্রবার সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।