গোলাপগঞ্জে প্রাণী সম্পদ মেলা প্রদর্শনীর উদ্বোধন

4

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে উপজেলা প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ ফেবুয়ারি) দুপুর ১২টায় উপজেলার ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জুনাইদ পলক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, আনাসার ভিডিপির কর্মকর্তা ফাতেমা বেগম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য রেজওয়ান হোসেন রাজু, বিশিষ্ট সমাজসেবক ছয়েফ আহমদ চৌধুরী, সাংবাদিক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি সোহেল আহমদ, প্রাণী সম্পদ অফিসের মাঠ সহকারী বীরোন্দ্র দেব নাথ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর। দিনব্যাপী প্রদর্শনীতে মোট ৬৮টি স্টল অংশগ্রহণ করে। এ সময় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ষাড় গরু, গাভি গরু, মহিষ, দুম্বা, ছাগল, ভেড়া, কুকুর, হাঁস-মুরগি প্রদর্শন করা হয়।