নতুন বছর বরণ

20

মিনহাজ উদ্দীন শরীফ

জগৎ জুড়ে নতুন বছর
নব রূপে সাজে,
স্মৃতি গুলো অগোচরে
লুকিয়ে যায় লাজে।

নতুন রূপে রবির ছোঁয়া
আলো ছড়ায় দেশে,
ফুলের কাছে নদীর কাছে
ছড়ায় পরিবেশে।

নতুন বছর বরণ করে
জুড়ায় সবার মন,
বাংলার মানুষ হাসিখুশি
থাকে সারাক্ষণ।

অতীত গুলো মনের ক্ষণে
বাজবে মাদল হয়ে,
নতুন বছর সুখের বার্তা
নিয়ে আসবে বয়ে।

এমন করে ধরার বুকে
বছর ঘুরে আসে,
সুখের ছায়া বাংলার বুকে
অটুট বারো মাসে।