পররাষ্ট্রমন্ত্রীর সুস্থতা কামনায় মহানগর আওয়ামী লীগের দোয়া মাহফিল

5
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সহধর্মিনী সেলিনা মোমেনের দ্রুত সুস্থতা কামনায় হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিলেটের কৃতি সন্তান, পররাষ্ট্রমন্ত্রী, সিলেট-১ আসনের সাংসদ, অর্থনীতিবিদ, কূটনীতিবিদ ড. এ.কে আব্দুল মোমেন সস্ত্রীক করোনা ভাইরাসে আক্তান্ত হয়েছেন। তাদের দ্রুত সুস্থতা কামনায় ২ ফেব্রুয়ারি বুধবার বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের নিচ তলায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয় এবং পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে আব্দুল মোমেন সহ তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা, মরহুম এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর রুহের মাগফেরাতসহ দেশ, জাতি ও বিশ্ব শান্তির কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি নুরুল ইসলাম পুতুল, মোঃ সানাওর, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ।
মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দ আজম খান (কাউন্সিলর), মোঃ আব্দুল আজিম জুনেল, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, রাহাত তরফদার, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন,জামাল আহমদ চৌধুরী, আবুল মহসিন চৌধুরী মাসুদ, সম্মানিত জাতীয় পরিষদ সদস্য এডভোকেট রাজ উদ্দিন, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ এডভোকেট আব্দুল মালিক, আব্দুল মালিক সুজন, হাজী এম.এ মতিন, কানাই দত্ত, ৩নং ওয়ার্ড কাউন্সিলর এ.কে. এ লায়েক।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিবৃন্দ জুনেদ আহমদ শওকত, হায়দার মোঃ ফারুক, মুহিবুর রহমান সাবু, হাজী মোঃ ছিদ্দেক আলী, সালউদ্দিন বক্স সালাই, ফখরুল হাসান ও সাধারণ সম্পাদবৃন্দ মুফতি আব্দুল খাবির, সোয়েব বাসিত (ভারপ্রাপ্ত), জায়েদ আহমেদ খাঁন সায়েক, নজরুল ইসলাম নজু, মানিক মিয়া, মাহবুব খান মাসুম, শেখ সোহেল আহমদ কবির, মোঃ ছঁয়েফ খান। বিজ্ঞপ্তি