জগন্নাথপুরে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এমএ মান্নান ॥ যারা সাধারণ মানুষের ক্ষতি করে তাদের সাথে কোন আপোষ নয়

60

OIUYBজগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা দেশের সাধারণ মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। বর্তমান সরকার দেশের অবহেলিত জনপদের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। অতীতে কোন সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে এতো কাজ করেনি। বর্তমান সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। ইতোমধ্যে দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুর কাজ শুরু হয়ে গেছে। কোন ষড়যন্ত্র তা আটকে রাখতে পারেনি। রামপালে বিদ্যুতের উন্নয়নমূলক কাজ চলছে।  বর্তমানে দেশে ৪ গুণ বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। গ্রামীণ জনপদের অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কমিউনিটি ক্লিনিকগুলো আবারো চালু হয়েছে। যা বিগত জোট সরকারের আমলে বন্ধ করে দেয়া হয়েছিল। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে বিরোধীদল দিশেহারা হয়ে পড়েছে। তারা বোমা মেরে মানুষ মারছে। নাশকতা সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষের ক্ষতি করছে। যারা সাধারণ মানুষের ক্ষতি করে তাদের সাথে সরকার কোন আপোষ করবে না।
গতকাল শনিবার জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে ও সিলেট বেতারের ঘোষিকা প্রিয়াংকা গুপ্তার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ও সুনামগঞ্জ জেলা প্রশাসক (সার্বিক) দেবজিৎ সিংহ, উপ-পরিচালক (এলজিইডি) পিকে রায় চৌধুরী বাবু, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন। অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুলল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সমাজসেবক দবির মিয়া, যুক্তরাজ্য প্রবাসি আনা মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আবুল হোসেন লালন, পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, সৈয়দ জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান, যুগ্ম-সম্পাদক রুমেন আহমদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাফরোজ ইসলাম মুন্না, পাটলি ইউপি সদস্য আশিক মিয়া, আবুল হাসনাত, আব্দুল করিম, নজরুল ইসলাম, জসিম উদ্দিন ফারুক, আব্দুর রাজ্জাক, মুহিবুর রহমান, হীরা মিয়া, নেছার আহমদ, নারী সদস্য আমিরুন্নেছা, ফেরদৌসি বেগম তানিয়াসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়াকে সংবর্ধনাসহ ক্রেষ্ট প্রদান করেন প্রতিমন্ত্রীসহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়া সাংবাদিক শংকর রায়, আব্দুল হাই, অমিত দেব ও আলী আহমদকে ক্রেষ্ট প্রদান করা হয়। এ সময় পাটলি ইউনিয়নের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, আদর্শ শিক্ষক, কৃতি শিক্ষার্থী, শ্রেষ্ঠ কৃষক, মুক্তিযোদ্ধা, সমাজসেবকসহ সমাজের বিভিন্ন পর্যায়ে অবদানের জন্য বিভিন্ন গুণীজনকে সংবর্ধনাসহ ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি হাজরো জনতার উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। পরে প্রতিমন্ত্রী পাটলি ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। এদিকে পাটলি ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করার লক্ষ্যে ইতোমধ্যে পাটলি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৯ টি ভিক্ষুক পরিবারকে পুনর্বাসন করা হয়। এর আগে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় আব্দুস সামাদ অডিটোরিয়ামে নিবন্ধিত জেলেদের মধ্যে পরিচয়পত্র বিতরণ উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রতিমন্ত্রী এমএ মান্নান। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও কে এম আব্দুস শাহেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার প্রমুখ।