সিলেটে কেক কেটে যুগান্তরের ২৩ বছরে পদার্পণ উদযাপন

8
দৈনিক যুগান্তরের ২৩ বছরে পদার্পণ উপলক্ষে মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সহ অতিথিদের নিয়ে সিলেট ব্যুরোতে কেক কাটছেন ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ ও স্টাফ রিপোর্টার আব্দুর রশিত রেনু।

সত্যের সন্ধানে নির্ভিক দৈনিক যুগান্তরের ২৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে মঙ্গলবার সিলেট বিভাগীয় ব্যুরোতে কেক কাটেন মেয়র, রাজনীতিক, গণমাধ্যম নেতৃবৃন্দ, সংস্কৃতিকর্মীসহ সুধীজন। এছাড়াও মসজিদে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। করোনাজনিত কারণে অনুষ্ঠানে উপস্থিত না পারা শুভাকাক্সক্ষীরা শুভেচ্ছা জানিয়েছেন ফোনে।
দুপুরে সিলেট বিভাগীয় ব্যুরো অফিসে কেক কাটার সময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমশের জামাল, এসএমপি অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) আফতাব উদ্দিন, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সাধারণ সম্পাদক আনিস রহমান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মারুফ আহমদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া অফিসার ইন্সপেক্টর জাবেদ মাহমুদ, সাংবাদিক দিগেন সিংহ, প্রত্যুষ তালুকদার, সৈয়দ রাসেল, শফি আহমদ, আলম আলমগীর, শামীম আহমদ, অমিতা সিনহা, রণজিৎ সিংহ, নাট্য সংগঠক রকিবুল হাসান রুমন প্রমুখ।
আগত অতিথিদের স্বাগত জানান, যুগান্তরের সিলেট ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, স্টাফ রিপোর্টার আবদুর রশিদ রেনু, ইয়াহইয়া মারুফ, যুগান্তর স্বজন সমাবেশের বিভাগীয় সমন্বয়কারী প্রণব কান্তি দেব, সিলেট ব্যুরোর ফটোগ্রাফার মামুন হাসান, যুগান্তর স্বজন সমাবেশ সিলেট’র সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম অনি, স্বজন সুবিনয় আচার্য্য, যীশু আচার্য্যসহ স্বজন সদস্যরা।
ফোনে শুভেচ্ছা জানান, একুশে পদকপ্রাপ্ত সংগীত শিল্পী সুষমা দাস, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ভবতোষ রায় বর্মণ, মহানগর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল কাহের শামীম, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ সিদ্দিকী, জাসদের কেন্দ্রীয় নেতা লোকমান আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, জাপা নেতা আব্দুস শহীদ লস্কর বশিরসহ বিভিন্ন শ্রেণি পেশার সুধীজন। বিজ্ঞপ্তি