ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে জয়ী ১৪৪ প্রার্থী

3

কাজিরবাজার ডেস্ক :
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৪৪ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ১২ জন। আর এ ধাপে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বেশি জয়ী হয়েছেন।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানায়, ষষ্ঠ ধাপে আওয়ামী লীগের ১১৭টি, স্বতন্ত্র প্রার্থী ৯৫টি, জাতীয় পার্টি তিনটি (জাপা) ও জাতীয় পার্টি (জেপি) একটি ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন শাখা প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
এই ধাপে সবচেয়ে বেশি ভোট পড়েছে বগুড়ার ফাফুড় ইউনিয়নে। সেখানে প্রায় ৮৮ শতাংশ ভোট পড়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) সারাদেশে ২১৮ ইউপিতে ভোট হওয়ার কথা থাকলেও আদালতের নিষেধাজ্ঞা থাকায় ২১৬টি ইউপিতে ভোটগ্রহণ হয়। এই নির্বাচনে দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাকিগুলোতে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ইসি সূত্রে জানা যায়, এর আগে পঞ্চম ধাপে জয়ে এগিয়ে ছিলেন স্বতন্ত্র প্রার্থীরা। তবে প্রথম চার ধাপে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ের দিক দিয়ে এগিয়ে ছিলন।